ময়মনসিংহে বেড়েছে ছিনতাই - জ্যামে পরলেও গাড়ি থেকে নামা যাবেনা


ময়মনসিংহ শহরে  দিন দিনই বেড়ে চলেছে ছিনতাইয়ের প্রাদুর্ভাব । সম্ভূগঞ্জ হতে ব্রিজ পর্যন্ত জ্যামের কথা কারো অজানা নয় । জ্যামে পরে অনেক যাত্রীই গাড়ি থেকে নেমে হেটেই পথ পাড়ি দিতে যায় । কিন্তু সাবধান ভুলেও এ কাজ করতে যাবেন না । গাড়ি থেকে নামলেই হামলা করবে ছিনতাইকারী । একটি নয় কয়েকটি গ্রূপ আপনাকে আক্রমন করে সবকিছু কেড়ে নিবে । আর শিক্ষার্থীদের জন্য এ এক বড় আতঙ্ক । CNG বা এরূপ ছোট পরিবহনে যাত্রাকালে অনেক শিক্ষার্থীকে বন্ধু পরিচয়ে ঠাট্টা সহিত জোর করে গাড়ি থেকে নামিয়ে ছিনতাই করার অনেক ঘটনা ঘটেছে । প্রশাসনিক দুর্বলতার কারণে ছিনতাই এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাড়িয়েছে । তাই সকলকে বিশেষ করে শিক্ষার্থীদের এটা বলে সাবধান করা হচ্ছে যে জ্যামে পরলেও সময় বাঁচানোর জন্য গাড়ি থেকে নামবেননা । আর এরূপ ঘটনার সম্মুখীন হলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করুন ।

ক্রমিক
পদবী/ইউনিট
        অফিস
 বাসা
মোবাইল
1.
জনাব মঈনুল হক, পুলিশ সুপার, ময়মনসিংহ।
৬৫৮৮৮
(পুলিশ লাইন-৬৫৯২৫)
৬৫৮৯৯
০১৭১৩-৩৭৩৪২২
2.
জনাব আবু আহাম্মদ আল মামুন, অতিঃ পুলিশ সুপার (দক্ষিণ)
৬৫৭৯৯
৬৭৬৮৭
০১৭১৩-৩৭৩৪২৩
3.
জনাব সৈয়দ হারুন অর রশীদ, অতিঃ পুলিশ সুপার(উত্তর), ময়মনসিংহ।
৬৫৭৪১
৬৭৬২৯
  ০১৭১৩-৩৭৩৪২৪
4.
জনাব এস এম জাহাঙ্গীর আলম সরকার, অতিঃ পুলিশ সুপার(ডিএসবি)
৬৬২৫২
-
০১৭১৩-৩৭৪৫৫৯
5.
জনাব মুহাম্মদ বাছির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং)
৬১৪৩৯
-
০১৭১১-০৭৬৭৪৬
  

Post a Comment

Previous Post Next Post