Casio fx-991EX plus মডেলের ক্যালকুলেটর ব্যাবহার করে এক চলক বিশিষ্ট বীজগাণিতিক রাশির মান নির্ণয় ।



    তোমাদের পরীক্ষায় প্রায়ই এক চলক বিশিষ্ট বিভিন্ন বীজগাণিতিক রাশির মান নির্ণয় সংক্রান্ত অংক এসে থাকে। এসব ক্ষেত্রে রাশিটির চলকের মান যেকোনো একটি সংখ্যার সমান দিয়ে বলা হয় সম্পূর্ণ রাশির মান কত হবে। এছাড়াও অংক করার সময় আমরা প্রায়ই এমন কিছু পর্যায়ে পৌঁছে যাই যেখানে এক চলক বিশিষ্ট একটি বড় রাশি চলে আসে এবং কোনো একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণ রাশিটির মান নির্ণয় করতে হয়। এসব ক্ষেত্রে যদি আমরা আমদের সাথে থাকা ক্যালকুলেটরটিকে সঠিকভাবে ব্যাবহার করতে পারি তাহলে খুবই অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান করে ফেলা যায়। এই লিখাটিতে আমি এমনই একটি সমস্যা Casio fx-991EX plus মডেলের ক্যালকুলেটর ব্যাবহার করে ধাপে ধাপে সমাধায় করে দেখাবো।

সমস্যাঃ

`x^3+\frac1{x^2}+6x+1` একটি বীজগাণিতিক রাশি যেখানে চলক x । `x=\frac1 2` হলে,

সম্পূর্ণ রাশিটির মান কত হবে ।

সমাধানঃ

১. ক্যালকুলেটরটি একদম সাধারন Mode এ রাখতে হবে এবং সম্পূর্ণ রাশিটি স্ক্রিনে তুলতে হবে(এটা যারা না পার তারা এখানে ক্লিক কর)। এরপর CALC (এর মানে আসলে Calculation করা বোঝায়) বাটনটি একবার চাপতে হবে নিচের ছবির মতো করে।



২. এবার দেখো স্ক্রিনে নিচের ছবির মতো x=? লিখা আছে।



এর মানে খুবই সহজ, ক্যালকুলেটর আসলে তোমার কাছে জানতে চাচ্ছে তুমি এই রাশিটিতে x এর মান কত বসাতে চাও। তো আমাদের প্রশ্নে `x=\frac1 2` বলা আছে। তাই সেটাই এখানে লিখলাম। এবার নিচের ছবির মতো করে “=” বাটনটি একবার চাপতে হবে।

৩. খুব সহজেই আমরা সম্পূর্ণ রাশিটির মান ক্যালকুলেটর এর স্ক্রিনে দেখতে পাচ্ছি।

যারা এই সমস্যাটি ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পেরেছ তারা বই খুঁজে এমন আরো কিছু সমস্যা বের কর এবং সমাধান করার চেষ্টা কর।

 

Post a Comment

Previous Post Next Post