সন্ধি SSC বাংলা ২য় পত্র | Shondi bangla second paper


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা SSC পরীক্ষা ২০১৮ এর জন্য পাঠ্য বইয়ের সন্ধি সম্পর্কিত সকল নিয়ম এবং উদাহরণের সমন্বয়ে একটি নোট তৈরী করা হলো । এটি অনুসরণ করলে পরীক্ষায় সন্ধি সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে ।





সন্ধি
(An important note for SSC examination)

v স্বর সন্ধি :
ক্র
নং
প্রথম শব্দের শেষে উচ্চারিত ধ্বনি + পরবর্তী শব্দের শুরুতে উচ্চারিত ধ্বনি = মিলিত শব্দে উচ্চারিত ধ্বনি
উদাহরণ
১.
অ / আ + অ / আ = আ
নর + অধম = নরাধম;   হিম + আলয় = হিমালয়;
যথা + অর্থ = যথার্থ;     বিদ্যা + আলয় = বিদ্যালয়
২.
অ / আ + ই / ঈ = এ
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা;  যথা + ইষ্ট = যথেষ্ট;
পরম + ঈশ = পরমেশ;  মহা + ঈশ = মহেশ
৩.
অ / আ + উ / ঊ = ও
সুর্য + উদয় = সূর্যোদয়;  যথা + উচিত = যথোচিত;
গৃহ + ঊর্ধ = গৃহোর্ধ্ব;     গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি
৪.
অ / আ + ঋ = অর্
দেব + ঋষি = দেবর্ষি;     মহা + ঋষি = মহর্ষি;
৫.
অ / আ + ঋ = আর
শীত + ঋত = শীতার্ত;    তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত
৬.
অ / আ + এ / ঐ = ঐ
জন + এক = জনৈক;    সোদা + এব = সদৈব;
মত + ঐক্য = মতৈক্য; মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
৭.
অ / আ + ও / ঔ = ঐ
বন + ওষধি = বনৌষধি; মহা + ওষধি = মহৌষধি;
পরম + ঔষধ = পরমৌষধ;   
মহা + ঔষধ = মহৌষধ  
৮.
ই / ঈ + ই / ঈ = ঈ
অতি + ইত = অতীত;    পরি + ঈক্ষা = পরীক্ষা;
সতী + ইন্দ্র = সতীন্দ্র;    সতী + ঈশ = সতীশ  
৯.
ই / ঈ +  ই/ঈ ভিন্ন অন্য স্বর ধ্বনি = য্ + পূর্ববর্তী ব্যঞ্জন
অতি + অন্ত = অত্যন্ত;   ইতি + আদি = ইত্যাদি;
অতি + উক্তি = অত্যুক্তি; প্রতি + ঊষ = প্রত্যূষ;
মসী + আধার = মস্যাধার; প্রতি + এক = প্রত্যেক;
নদী + অম্বু = নদ্যম্বু 
১০.
উ / ঊ + উ / ঊ = ঊ
মরু + উদ্যান = মরূদ্যান;   বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব;
বধূ + উৎসব = বধূৎসব;    ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব
১১.
উ / ঊ + উ/ঊ ভিন্ন অন্য স্বর ধ্বনি = ব্ +পূর্ববর্তী বর্ণ
সু + অল্প = স্বল্প;     সু + আগত = স্বাগত;
অনু + ইত = তন্বী;     অনু + এষণ = অন্বেষণ   
১২.
ঋ + ঋ ভিন্ন অন্য স্বর ধ্বনি = র্ (ফলা) + পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি
পিতৃ + আলয় = পিত্রালয়;  পিতৃ + দেশ = পিত্রাদেশ
১৩.
এ / ঐ / ও / ঔ (কার) + অন্য স্বর ধ্বনি = এ, ঐ এর স্থানে যথাক্রমে অয়, আয় + উক্ত সর ধ্বনি  / ও , ঔ এর স্থানে যথাক্রমে অব্,আব্ + উক্ত স্বর ধ্বনি
নে + অন = নয়ন;           শে + অন = শয়ন;
নৈ + অক = নায়ক;         গৈ + অক = গায়ক; 
পো + অন = পবন;         লো + অন = লবণ;
পৌ + অন = পাবক;        গো + আদি = গবাদি;
গো + এষণা = গবেষণা;   পো + ইত্র = পবিত্র;
নৌ + ইক = নাবিক;        ভৌ + উক = ভাবুক
নিপাতনে সিদ্ধ সন্ধি (কোনো নিয়ম অনুসারে হয়না)
কুল + অটা = কুলটা;        গো + অক্ষ = গবাক্ষ;
প্র + ঊঢ় = প্রৌঢ়;            অন্য + অন্য = অন্যান্য;
মার্ত + অন্ড = মার্তন্ড;      শুদ্ধ + ওদন = শুদ্ধোদন

v ব্যঞ্জন সন্ধি :
ক্র
নং
প্রথম শব্দের শেষে উচ্চারিত ধ্বনি + পরবর্তী শব্দের শুরুতে উচ্চারিত ধ্বনি = মিলিত শব্দে উচ্চারিত ধ্বনি
উদাহরণ
১.
ব্যঞ্জন ধ্বনি + স্বর ধ্বনি:

ক্ + অ = গ
দিক + অন্ত = দিগন্ত;
চ্ + অ = জ
ণিচ্ + অন্ত = ণিজন্ত;
ট্ + আ = ড়
ষট + আনন = ষড়ানন;
ত্ + অ = দ
তৎ + অবধি = তদবধি;
প্ + অ = ব
সুপ + অন্ত = সুবন্ত
২.
স্বর ধ্বনি + ব্যঞ্জন ধ্বনি:

অ + ছ = চ্ছ
এক + ছাত্র = একচ্ছত্র;
আ + ছ = চ্ছ
কথা + ছলে = কথাচ্ছলে;
ই + ছ = চ্ছ 
পরি + ছদ = পরিচ্ছদ
৩.

ব্যঞ্জন ধ্বনি + ব্যঞ্জন ধ্বনি:
ত্ + চ = চ্চ
সৎ + চিন্তা = সচ্চিন্তা;
ত্ + ছ = চ্ছ
উৎ + ছেদ = উচ্ছেদ;
দ্ + চ = চ্চ
বিপদ + চয় = বিপচ্চয়;
দ্ + ছ = চ্ছ
বিপদ + ছায়া = বিপচ্ছায়া
ত্ + জ = জ্জ
সৎ + জন = সজ্জন;
দ্ + জ = জ্জ
বিপদ + জল = বিপজ্জাল;
ত্ + ঝ = জ্ঝ
কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা;
ত্ + শ = চ্ + ছ = চ্ছ
উৎ + শ্বাস = উচ্ছ্বাস;
ত্ + ড = ড্ড
উৎ + ডীন্ = উড্ডীন;
ত্ / দ্ + হ = দ্ + ধ = দ্ধ
উৎ + হার = উদ্ধার;  পদ্ + হতি = পদ্ধতি
ত্ + ল = ল্ল
উৎ + লাস = উল্লাস
ক্ + দ = গ্ +দ
বাক্ + দান = বাগদান
ট্ + য = ড্ + য
ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র
ত্ + য = দ্ + ঘ
উৎ + ঘাটন = উদঘাটন
ত্ + ব = দ্ + ব
উৎ + বন্ধন = উদ্বোদন
ত্ + র = দ্ + র
তৎ + রূপ = তদ্রুপ
ক্ + ন = গঙ + ন
দিক্ + নির্ণয় = দিগনির্ণয়
ত্ + ম = দ / ন + ম
তৎ + মধ্যে = তন্মধ্যে; তৎ + ময় =  তন্ময়;
মৃৎ + ময় = মৃন্ময়
ত্ + ন = ন্ + ন্
জগৎ + নাথ = জগন্নাথ
ম্ + ক্ = ঙ + ক্
শম্ + ক = শঙ্কা
ম্ + চ্ = ঞ + চ্
সম্ + চয় = সঞ্চয়
ম্ + ত্ = ন্ + ত্
সম্ + তাপ = সন্তাপ
ম্ + খ =  
সম্ + খ্যা = সংখা
ম্ + অন্তঃস্থ ধ্বনি ( য,র,ল,ব ) / শ,ষ,স,হ = ম্ এর স্থলে ং
সম্ + যম = সংযম;      সম্ + বাদ = সংবাদ;
সম্ + রক্ষণ = সংরক্ষণ; সম্ + লাপ = সংলাপ;
সম্ + চয় = সঞ্চয়;       সম্ + শয় = সংশয়;
সম্ + সার = সংসার;    সম্ + হার = সংহার
চ্ + ন = চ্ + ঞ
যাচ্ + না = যাচঞা;     রাজ্ + নী = রাজ্ঞী  
জ্ + ন = জ্ + ঞ
যজ্ + ন = যজ্ঞ
দ্ / ধ্ + ক /চ /ট / ত/ প/ খ/ চ/ ঠ/ ত/ থ/ ফ  = দ্ / ধ্ এর স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি
তদ্ + কাল = তৎকাল;  
ক্ষুধ + পিপাসা = ক্ষুৎপিপাসা
দ্ / ধ্ + স্ = দ্ / ধ্ এর স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি
বিপদ + সংকুল = বিপৎসংকুল;
ষ্ + ত্ / থ্ = ত্ এবং থ্ এর স্থলে যথাক্রমে ট এবং ঠ
কৃষ্ + তি = কৃষ্টি;     ষষ্ + থ্ = ষষ্ঠ
বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি
উৎ + স্থান = উত্থান;       সম্ + কার = সংস্কার;
উৎ + স্থাপন = উত্থাপন;  সম্ + কৃত = সংস্কৃত;
পরি + কার = পরিষ্কার
নিপাতনে সিদ্ধ সন্ধি ( কোনো নিয়ম অনুসারে হয়না )
আ + চর্য = আশ্চর্য;         গো + পদ = গোষ্পদ;
বন্ + পতি = বনস্পতি;    বৃহৎ + পতি = বৃহস্পতি;
তৎ + কর = তস্কর;        পর্ + পর = পরস্পর;
মনস্ + ঈষা = মনীষা;     ষট + দশ = ষোড়শ;
এক্ + দশ = একাদশ;  পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
v বিসর্গ সন্ধি:
ক্র
নং
প্রথম শব্দের শেষে উচ্চারিত ধ্বনি + পরবর্তী শব্দের শুরুতে উচ্চারিত ধ্বনি = মিলিত শব্দে উচ্চারিত ধ্বনি
উদাহরণ
১.
বিসর্গ + স্বর ধ্বনি :
অ + ঃ + অ  =ও কার

 ততঃ + অধিক = ততোধিক
২.
বিসর্গ + ব্যঞ্জন ধ্বনি :
কারের স্ জাত বিসর্গ + ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি , নাসিক্য ধ্বনি কিংবা য,ব,র,ল,হ = অ কারের স্ জাত বিসর্গ এর স্থলে ও-কার
তিরঃ + ধান = তিরোধান;  মনঃ + রম = মনোরম;
মনঃ + হর = মনোহর;      তপঃ + বন = তপোবন;


কারের র্ জাত বিসর্গ + ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি , নাসিক্য ধ্বনি কিংবা য,ব,র,ল,হ = বিসর্গ এর স্থানে র ’
অন্তঃ + গত = অন্তর্গত;  অন্তঃ + ধান = অন্তর্ধান;
পুনঃ + আয় = পুনরায়;  পুনঃ + উক্ত = পুনরুক্ত;
অহঃ + অহ = অহরহ
অ/ আ ভিন্ন অন্য স্বর এর পর বিসর্গ + অ , আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি , নাসিক্য ধ্বনি কিংবা য,ব,র,ল,হ = বিসর্গ এর স্থানে
ব্যতিক্রম : ই / উ ধ্বনির পরে বিসর্গের সঙ্গে এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় এবং বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব দীর্ঘ হয়
নিঃ + আকার = নিরাকার;
আশীঃ + বাদ = আশির্বাদ;    দুঃ + যোগ = দুর্যোগ
নিঃ + রব = নীরব;         নিঃ + রস = নিরস
ঃ + চ / ছ = শ + চ / ছ
নিঃ + চয় = নিশ্চয়;      শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
ঃ + ট / ঠ = ষ + ট / ঠ
ধনুঃ টঙ্কার = ধনুষ্টঙ্কার;  নিঃ + ঠুর = নিষ্ঠুর
ঃ + ত / থ = স + ত / থ
দুঃ + তর = দুস্তর;        দুঃ + থ = দুস্থ
অ এর পরে বিসর্গ + ক = স্ + ক
নমঃ + কার = নমস্কার
অ এর পরে বিসর্গ + খ = স্ + খ
পদঃ + খলন = পদস্খলন
ই এর পরে বিসর্গ + ক = ষ + ক
নিঃ + কর = নিষ্কর
উ এর পরে বিসর্গ + ক = ষ + ক
দুঃ + কর = দুষ্কর
কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না
প্রাতঃ + কাল = প্রাতঃকাল;  মনঃ + কষ্ট = মনঃকষ্ট;    শিরঃ + পীড়া = শিরঃপীড়া
যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্ত, স্থ , স্প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়
নিঃ + স্তব্ধ = নিস্তব্ধ/ নিঃস্তব্ধ;      দুঃ + স্থ = দুঃস্থ;
নিঃ + স্পন্দ = নিঃস্পন্দ
নিপাতনে সিদ্ধ সন্ধি (কোনো নিয়ম অনুসারে হয়না)
বাচঃ + পতি = বাচস্পতি;    ভাঃ + কর = ভাস্কর
অহঃ + নিশ = অহর্নিশ;       অহঃ + অহ = অহরহ


Previous Post Next Post