সাংবাদিক যখন সাংঘাতিক ? বিপদে শিক্ষা ! বিপদে দেশ !



ক্রমাগত প্রশ্ন ফাস এবং নিজ প্রতিষ্ঠানে শিক্ষা দানে শিক্ষকদের অবহেলার জন্য সরকার কোচিং বানিজ্য রোধে প্রতিনিয়ত ব্যবস্থা গ্রহণ করে চলেছে । কিন্তু এরূপ অবস্থার সুযোগ নিচ্ছে কিছু সুযোগ সন্ধানী মহল । সাংবাদিকরা যেন এক পা এগিয়ে । সাংবাদিকদের দায়িত্ব হলো গোপনে বা প্রকাশ্যে বিভিন্ন খবর সংগ্রহ করা এবং সত্যতা ও নির্ভরযোগ্যতা বিচারে তা প্রকাশ করা । কিন্তু এরূপ ক্ষমতারই ফায়দা তুলছে কিছু সংবাদিক । খবর পাওয়া গেছে কিছু সাংবাদিক শিক্ষকদের কোচিং বানিজ্য সম্পর্কে তথ্য় সংগ্রহ করছেন । কিন্তু তা প্রচার করার বদলে ব্লেকমেল করা হচ্ছে শিক্ষকদের । শিক্ষকদের বলা হচ্ছে উপযুক্ত অর্থ প্রদান না করা হলে এসব রিপোর্ট চলে যাবে নির্বাহী অফিসারের হাতে । অনেক শিক্ষক এরূপ অবস্থা থেকে মুক্তির জন্য অর্থ প্রদান করছেন । আমরা কখনোই চাইনা সরকারী নীতির বিরুদ্ধে কোনো শিক্ষক কোচিং বানিজ্য করুক । কিন্তু আমরা এটাও চাইনা একটা অপরাধ রোধ করতে গিয়ে আরেকটা অপরাধের জন্ম হোক । এরূপ অবস্থা নিরসনে সরকারের সঠিক ব্যবস্থা গ্রহণ করা উচিত । 

Post a Comment

Previous Post Next Post