ইউটিউব থেকে সহজেই ভিডিও ডাউনলোড করুন । সব চেয়ে সহজ উপায় ।





আমরা যারা wifi ব্যবহার করিনা তাদের জন্য ইউটিউব এ বার বার ভিডিও দেখাটা অনেক খরচ সাপেক্ষ । তাই ভিডিও টা ডাউনলোড করে নিলেই ভালো হয় । কিন্তু ইউটিউবেতো ডাউনলোড করার জন্য কোনো অপশন নেই । তাহলে কিভাবে করব ? ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায়টি ছবি সহ দেখানো হবে । পুরো টিউটোরিয়ালটি ভালোভাবে লক্ষ্য করুন :
Steps:
১. প্রথমে যে ভিডিও টি ডাউনলোড করবেন সেটি ইউটিউব এ ওপেন করুন । ধরে নিন আপনি নিচের ভিডিও টি ডাউনলোড করবেন ..

২. এবার উপরে সার্চ অপশনটিতে দেখুন একটা লিংক বা অপশন রয়েছে ....


৩. এবার এখানে www. এর পরে অথবা youtube লেখাটির আগে ss লিখে দিন । মনে রাখবেন লেখার সময় কোনো স্পেস দিবেননা


৪. এবার ওকে বা এন্টার ক্লিক করুন দেখবেন নিচের ছবির মত একটা পেইজ ওপেন হয়েছে ..



৫. এখানে ডাউনলোড লিখাটির পাশের বাক্সটিতে ক্লিক করলে দেখবেন কয়েকটি অপশন এসেছে...


৬. এখান থেকে আপনি যেই মানের ভিডিও চান সেটাতে ক্লিক করুন ( HD চাইলে 720/360 আরো খারাপ মানের বা কম MB র চাইলে 240/144 এ ক্লিক করুন )

৭. শুরু হয়ে যাবে ডাউনলোডিং । এবার ইচ্ছামতো ডাউনলোড করুন । 
                                                                                    [ মো: সুয়েজ ]
                                      

Post a Comment

Previous Post Next Post