১৯৭১ সালের গুরুত্বপূর্ণ তারিখ  
 | 
  
গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ  
 | 
 
৩,রা জানুয়ারী 
 | 
  
আওয়ামীলীগ  থেকে নির্বাচিত
  জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যরা রেসকোর্স  ময়দানে শপথ গ্রহণ করেন ।  
 | 
 
১,মার্চ 
 | 
  
ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন ।  
 | 
 
২,মার্চ 
 | 
  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমেদ (ডাকসু ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়
  ছাত্রলীগ দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন । 
 | 
 
৩,মার্চ 
 | 
  
৩ মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ অন্দোলন । এ সময়
  গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ ।  
 | 
 
৬,মার্চ 
 | 
  
এক বেতার ভাষণে ইয়াহিয়া খান ২৫শে মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন
  আহবান করেন । 
 | 
 
৭,মার্চ 
 | 
  
বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ । 
 | 
 
১৫, মার্চ 
 | 
  
ইয়াহিয়া খান ঢাকা সফরে আসেন ও বঙ্গবন্ধুকে আলোচনার প্রস্তাব দেন ।   
 | 
 
১৬, মার্চ 
 | 
  
এ দিন থেকে বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়া খানের আলোচনা শুরু হয়
  ।  
 | 
 
২২,মার্চ 
 | 
  
জুলফিকার আলী ভুট্টো ঢাকা আসেন এবং আলোচনায় অংশ নেন। 
 | 
 
২৫,মার্চ 
 | 
  
কালোরাত, এ দিন পাকিস্তানি বাহিনী ঢাকায় গণহত্যা চালায় । 
 | 
 
২৬,মার্চ 
 | 
  
বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন । দুপুরে চট্টগ্রাম জেলার
  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণাপত্র
  অনুমোদন করেন ।  
 | 
 
২৭, মার্চ 
 | 
  
চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকেই মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার
  ঘোষণা পাঠ করেন ।    
 | 
 
৯, এপ্রিল  
 | 
  
মুক্তি যুদ্ধ বিরোধী ১৪০ সদস্য বিশিষ্ট ঢাকা নাগরিক শান্তি কমিটি গঠিত হয়  
 | 
 
১০, এপ্রিল  
 | 
  
মুজিব নগর বা বাংলাদেশ সরকার গঠিত হয় । মন্ত্রী সভা বঙ্গবন্ধুর স্বাধীনতা
  ঘোষণাপত্র অনুমোদন করেন  
 | 
 
১৭, এপ্রিল  
 | 
  
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ।  
 | 
 
১৭ ই সেপ্টেম্বর  
 | 
  
ডা. আব্দুল মুতালেব সরকরের নেতৃত্বে মুক্তিযোদ্ধ বিরোধী তথাকথিত বেসামরিক
  সরকার গঠিত হয় ।  
 | 
 
১৩ ই নভেম্বর  
 | 
  
ট্যাংকসহ দুই ব্যাটেলিয়ান যশোরে ঘাটি স্থাপন করে ।  
 | 
 
২১ শে নভেম্বর  
 | 
  
বাংলাদেশ ও ভারত সরকার একটি যৌথ কমান্ড গঠন করে  
 | 
 
৩ রা ডিসেম্বর  
 | 
  
ভারতের বিমান ঘাটিতে পাকিস্তানি হামলা চালায় এতে চূড়ান্ত যুদ্ধ শুরু হয়  
 | 
 
৬ ই ডিসেম্বর  
 | 
  
ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় ।  
 | 
 
৮ , ডিসেম্বর  
 | 
  
কুমিল্লা, ব্রাম্মনবাড়িয়া ও নোয়াখালী শহর মিত্র বাহিনীর দখলে আসে ।  
 | 
 
১০, ডিসেম্বর  
 | 
  
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ( বর্তমান রূপসী বাংলা ) কে নিরপেক্ষ এলাকা ঘোষণা
  করে ঢাকাস্থ কূটনীতিক ও বিদেশী নাগরিকদের সেখানে আশ্রয় দেওয়া হয় ।  
 | 
 
১২, ডিসেম্বর  
 | 
  
ঢাকার বিভিন্ন সামরিক অবস্থানের উপর যৌথ বাহিনীর বিমান হামলা শুরু হয় ।  
 | 
 
১৪, ডিসেম্বর  
 | 
  
পাকিস্থানি ও তার দোসররা মিলে শিল্পী – সাহিত্যিক ও বুদ্ধিজীবিদের নৃশংসভাবে হত্যা করে ।  
 | 
 
১৬ ই ডিসেম্বর  
 | 
  
পাকিস্তানি বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ী যৌথ বাহিনীর কাছে
  আত্মসমর্পণ করে । অর্জিত হয় মহান স্বাধীনতা ।  
 | 
 
Tags:
My Articles
