মৌর্য শাসনামল থেকে পাকিস্তানি শাসনামল পর্যন্ত বাঙালি জাতির শাসিত হওয়ার ক্রমধারা ।




খ্রিস্টের জন্মের পূর্ব থেকেই বাঙালি জাতি বিভিন্ন বংশের বা জাতির অধীনে কখনো শাসিত আবার কখনো শোষিত হয়ে আসছে । বাঙালি জাতির মৌর্য বংশ থেকে শুরু করে পাকিস্তান আমল শাসিত হওয়ার  একটি সংক্ষিপ্ত ক্রমধারা নিচে দেওয়া হলো :

বংশ বা জাতি
উল্লেখযোগ্য শাসক
সময় কাল
১.
মৌর্য বংশ
সম্রাট অশোক
খ্রিস্টের জন্মের আগে
২.
গুপ্ত বংশ
সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, ধের্ণগুপ্ত,  
খ্রিস্টীয় চার শতকে
৩.
পাল বংশ
গোপাল, ধর্মপাল , দেবপাল, মহীপাল, রামপাল
পরবর্তী কয়েকশ বছর
৮ম শতাব্দী১২শ শতাব্দী
৪.
বর্মন সেন বংশ

সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষ্মণ সেন

একশ বছর (১০৯৭-১২২৫ খ্রিষ্টাব্দ) বাংলা শাসন করে। 
৫.
তুর্কি জাতি
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি
১২০৪ খ্রিস্টাব্দে রাজত্ব শুরু করেন
৬.
সুলতানি আমল
ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দীন ইলিয়াস শাহ প্রমুখ
১১৮৬ খ্রিস্টাব্দ থেকে ১৫২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত
৭.
মুঘল বংশ
সম্রাট আকবর
১৫২৬১৫৪০ মতান্তরে ১৫৫৫১৮৫৭
৮.
ইংরেজ শাসন বা কোম্পানি শাসন
ওয়ারেন হেস্টিংস, চার্লস কর্নওয়ালিস, জন শোর, উইলিয়াম বেন্টিঙ্ক, চার্লস ক্যানিং
২০০ বছর, ১৯৪৭ সাল পর্যন্ত ( ১৭৫৭১৮৫৮ )
৯.
পাকিস্তানি আমল
ইয়াহিয়া খান, খাজা নাজিমুদ্দিন, জেনারেল আইয়ুব খান
১৯৪৭-১৯৭১ সাল পর্যন্ত দীর্ঘ্য ২৪ বছর




Post a Comment

Previous Post Next Post