ইসলাম ও নৈতিক শিক্ষা - জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান SSC Exam 2018



ইসলাম ও নৈতিক শিক্ষা
জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান
অধ্যায় : ৫ ; পাঠ : ১৩
SSC Exam 2018
চিকৎসা শাস্র :
নাম
গুরুত্বপূর্ণ তথ্য / অবদান
১.
আবু বকর মুহাম্মদ যাকারিয়া আল রাযি
·        তিনি সর্বশ্রেষ্ঠ চিকিৎসাবিজ্ঞানী ও শল্যচিকিৎসাবিদ ছিলেন
·        তিনি মোট দুই শতাধিক গ্রন্থ রচনা করেন ।
·        বসন্ত ও হ্যাম রোগের উপর তার রচিত গ্রন্থটি হলো    আল জুদাইরি ওয়াল হাসবাহ
·        আল মানসুরি তার রচিত গ্রন্থ যা ১০ খন্ডে রচিত হয়েছিল ।
২.
আল বিরুনি
·        তিনি ভুগোলের অক্ষরেখার পরিমাপ নির্ণয় করেন ।
·        তিনি আল উস্তাদ নামে খ্যাতি অর্জন করেন ।
·        আল অছারুল বাকিয়্য়াহ-আনিল কুরুনিল খালিয়্য়াহ তার একটি প্রসিদ্ধ গ্রন্থ ।
·        তিনিই প্রথম প্রমান করেন যে পৃথিবী গোলাকার ।
·        পৃথিবীর গোলাকার মানচিত্র তার রচিত ।
৩.
ইবনে সিনা
·        রিনি বুখারার নিকটবর্তী আফসানা নামক গ্রামে জন্মগ্রহণ করেন ।
·        তিনি দশ বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করেন ।
·        চিকিৎসাশাস্রে তার রচিত আল কানুন ফিত-তিবব একটি অমর গ্রন্থ । গ্রন্থটিকে চিকিৎসাশাস্রের বাইবেল বলা হয়
৪.
ইবনে রুশদ
·        তিনি এরিস্টটলের গ্রন্থ সমূহ আরবিতে অনুবাদ করেন
·        চিকিৎসাশাস্রে তার লেখা গ্রন্থের নাম হলো "কুল্লিয়াত"  ।
রসায়নশাস্র :
৫.
জাবির ইবনে হাইয়ান
·        তিনি কুফায় একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেন ।
·        রসায়নকে তিনি সর্বপ্রথম বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসাবে প্রতিষ্ঠা করেন ।
·        তাকে রসায়নশাস্রের জনক বলা হয় ।
৬.
আল কিন্দি
·        এরিস্টটলের ধর্মতত্ত্ব তিনি আরবিতে অনুবাদ   করেন ।
·        তিনি নিউপ্লেটনিজমের উদ্ভাবক ছিলেন ।
·        তিনিই সর্বপ্রথম প্লুটো ও এরিস্টটলের মতবাদ সমন্বয় করার চেষ্টা করেন ।
৭.
জিনুন মিসরি
·        তার লেখায় সোনা, রুপা সহ বিভিন্ন খনিজ পদার্থের বর্ণনা পাওয়া যায় ।
·        তিনি মিসরীয় সাংকেতিক চিন্হের মর্মার্থ বুঝতেন । 
৮.
ইবনে আব্দুল মালিক আল কাসি
·        আইনুস সানাহ ওয়া আইওয়ানুস সানাহ তার রচিত গ্রন্থ
ভূগোলশাস্র :
৯.
আল মোকাদ্দাসি
·        আহ্সানুত তাকাসিম ফি মারিফাতুল আকালিম তার রচিত একটি গ্রন্থ
১০.
আল-মাসুদি
·        ভূগোল বিশ্বকোষ এ তার ভ্রমন সমূহের অভিজ্ঞতা তুলে ধরেন ।
·        তিনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন ।
১১.
ইয়াকুত ইবনে আব্দুল্লাহ
·        মুজামুল বুর্লদান নামক গ্রন্থটি ভূগোল শাস্রের এক প্রামান্য গ্রন্থ ।
১২.
ইবনে খালদুন
·         কিতাব আল-ইবরা ওয়া দিওয়ান আল-মুবতাদা ওয়াল খাবার ফি-আইয়াম আল-আরাব ওয়াল আযম ওয়া বারবার সংক্ষেপে আল মুকাদ্দিমা তার ভূগোল বিষয়ক গ্রন্থ ।
গণিতশাস্র :
১৩.
মুহাম্মদ ইবনে মুসা আল-খাওয়ারেযমি  
·        তাকে গনিত্সাস্রের জনক বলা হয় ।
·        তিনি হলেন বীজগনিতের আবিষ্কারক ।
·        সমীকরণ সমাধান করার ছয়টি নিয়ম তিনি আবিষ্কার করেন ।
·        কিতাবুল হিসাব আল আদাদ হিন্দী তার পাটিগণিত বিষয়ক গ্রন্থ
১৪.
হাসান ইবনে হায়সাম
·        চক্ষুবিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ কিতাবুল মানাযির তাকে ইতিহাসে অমর করে রেখেছে ।
·        তিনি ম্যাগনিফাইং  গ্লাস আবিষ্কার করেন ।
১৫.
উমর খৈয়াম
·        কিতাবুল জিবার ওয়াল মুকাবালা তার গণিত শাস্রের অমর গ্রন্থ ।
১৬.
নাসির উদ্দিন তুসি
·        জ্যামিতি, গোলাকার, ত্রিকোণমিতি ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে মৌলিক ষোলটি গ্রন্থ রচনা করেন ।
·        গণিত শাস্রে প্রণীত তার গ্রন্থগুলোর মধ্যে মুতাওয়াসিতাত বাইনাল হান্দাসা ওয়াল হাইয়া, জামিউল হিসাব বিত তাখতে ওয়াত্বোরাব, কাওয়ায়েদুল হান্দাসা, তাহরিরুল উসুল অন্যতম ।
সম্পাদনায় : মো: সুয়েজ


Post a Comment

Previous Post Next Post